দুর্গাপুরে সর্বাত্মক লকডাউন, মানছে না কেউ

করোনা সংত্রুমন বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ৭ দিনের সবাত্মক লকডাউন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বেশির ভাগ মানুষই মানছেন না। রোববার (১৮ এপ্রিল) লকডাউনের পঞ্চম দিনেও দেদারসে চলছে মানুষের চলাচল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য।

দুর্গাপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও মানুষ তোয়াক্কা করছে না।

দুর্গাপুর পৌর শহরের বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানপাট খোলা রেখে চলছে বেচাঁকেনা। নেই সামাজিক দূরত্বের কোনো বালাই। বাজারে মানুষের ভিড়। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান বলেন, যারা সরকারী আদেশ অমান্য করছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদND করা হবে। তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর