লামায় ট্রাক্টর উল্টে ১৪ বছর বয়সী চালকের মৃত্যু

বান্দরবান লামা রূপসীপাড়া ইউনিয়নে বালুবাহী ট্রাক্টর উল্টে মো. শাহাজান (১৪) নামে এক নাবালক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় এলজিইডি লামার বাস্তবায়নে শিলেরতুয়া হতে রূপসীপাড়া ইউনিয়নের চলমান রাস্তার কাজের বালু নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাহাজান (১৪) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ এলাকার মো. মনছুর এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার শিলেরতুয়া হতে রূপসীপাড়া সড়কের ছামাইছড়িতে রাস্তার জন্য বালু নিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক গুরুতর আহত হয়। এসময় গুরুতর আহত শাহজাহানকে লামা হাসপাতালে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।

তবে ডাক্তারের ভাষ্য মতে ছেলেটির বুকের উপর দিয়ে ট্রাক্টরের চাকা গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর বিষয়টি জানতে পেরে নিহত মো. শাহাজানকে নিয়ে আসা সবাই পালিয়ে যায়। লাশ নেয়ার মত কেউ ছিলনা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর