ভারতে একদিনে রেকর্ড আড়াই লাখের বেশি আক্রান্ত, মৃত্যু দেড় হাজার

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটি প্রতিদিনই সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৫০১ জন।

এ নিয়ে টানা ৪ দিন ভারতে ২ লাখের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে ভারতে ১২ লাখের বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১২৩ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।

দেশটিতে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাক ৯ হাজার ৬৪৩ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর