করোনায় মৃত্যু ৩০ লাখ ২৩ হাজার ছাড়াল, আক্রান্ত ১৪ কোটি ১৩ লাখ

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৩ লাখ ৫৩৮ জন। মারা গেছেন ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জন।

রোববার (১৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জন। মারা গেছেন ৫ লাখ ৮০ হাজার ৭৫৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন।

আক্রান্তের তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ১৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৮৯ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন ও মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর