রাজৈরে লকডাউন অমান্য করায় ৬ দোকানীকে জরিমানা

মাদারীপুরের রাজৈরে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৬ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, লকডাউন অমান্য করে ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা করছে সংবাদের ভিত্তিতে উপজেলার টেকেরহাট বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এসময় মনির অপটিক্যালের মালিককে ৫শত, মাকালী বস্ত্রালয়ের মালিককে এক হাজার, শফিক বস্ত্রালয়ের মালিককে এক হাজার, ঢাকা মোবাইলের মালিককে ৫শত টাকা এবং দীপ জুয়েলার্সের মালিককে ৪শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরবর্তীতে দোকান খুললে জেল দেয়া হবে মর্মে হুসিয়ার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, লকডাউনের মধ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আকাশ আহম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর