বাঁশখালীর ঘটনা সরকারের ফ্যাসিবাদী আচরণ: সিপিবি

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার ন্যায্য দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে পাঁচ শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কথা বলেন কমরেড ডা. এম এ সামাদ।

তিনি বলেন, এটা সরকারের ফ্যাসিবাদী আচরণ। সরকারী দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে আমরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুচিকিৎসা ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা শ্রমিকদের জন্য রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আমরা নিহতের স্বজন ও পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানাই।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর