জনপ্রিয় তামিল কমেডিয়ান অভিনেতা বিবেক মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় তামিল কমেডিয়ান অভিনেতা বিবেক মারা গেছেন। শনিবার (১৭ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিটে ভারতের চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে বুকে ব্যাথা অনুভব করছিলেন অভিনেতা। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার একটি ধমনী পুরোপুরি ব্লক হয়ে গেছে। এরপর দ্রুত অ্যানজিওপ্লাস্টি করা হয় তার। পরে হাসপাতালের আইসিইউতে একমো সাপোর্টে রাখা হয়েছিল এ অভিনেতাকে। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। সর্বশেষ শনিবার ভোরে আবার হৃদরোগে আক্রান্ত হন বিবেক।

সম্প্রতি ভারতের ওমানদুরারের সরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে বলেন, কোভিড ১৯ ভ্যাকসিন নেয়া সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা। তবে চিকিৎসকরা জানিয়েছেন করোনা টিকা নেয়ার ফলে বিবেক হৃদরোগে আক্রান্ত হননি।

প্রবীণ পরিচালক কে বালাচান্দেরের হাত ধরে সিনেমার জগতে পা রেখেছিলেন বিবেক। ৮০’র দশকের শুরুতে তামিল সিনেমায় বিভিন্ন ছোটো চরিত্রে দেখা যেত বিবেককে। নব্বইয়ের দশকের শেষ থেকে কমেডিয়ান হিসেবে তুমুল জনপ্রিয়তা পেতে শুরু করেন। নয়া শতকের শুরুতে ফিল্মের পোস্টারে স্টারদের সঙ্গে তার ছবিও থাকত। যিনি বিভিন্ন সামাজিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবস্থান নিতেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। যিনি সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম গুণমুগ্ধ ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর