চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বেতন-ভাতা নিয়ে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। আজ সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র বলছে, পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। এতে কমপক্ষে ৩২ জনের মত আহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর