ভারতে একদিন সর্বোচ্চ প্রাণহানি, আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা কিনা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

এ নিয়ে টানা তিন দিন সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। সংক্রমণের পাশাপাশি দেশটিতে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ হাজার ১৮৫ জন।

একদিনে মৃত্যুর হিসেবে এটি করোনা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর ভারতে ১ হাজার ২৯০ জন মারা গিয়েছিল। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনে।

ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। মহারাষ্ট্র ছাড়াও দেশটির বেশ কয়েক জায়গায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ তালিকায় আছে উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর