সকালে মা হয়ে বিকালেই করোনায় মারা গেলেন একাত্তর টিভির কর্মকর্তা

প্রাণঘাতী করোনার কাছে এক সপ্তাহ পরে হার মানলেন দেশের আলোচিত বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির সহযোগী বার্তা প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ইমপালস হাসপাতালে তিনি মারা যান।

এর আগে সকালেই তিনি সন্তানের জন্ম দেন। রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে বলেন, সকালে সুলতানার সন্তান জন্ম দিয়েছেন। আর বিকালে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।

তিনি আরও জানান, রিফাতের আরও দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাত কন্যা সন্তান জন্ম দেন। সদ্যজাত সন্তানের অবস্থাও খারাপ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর