শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

বগুড়ার শেরপুরে বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেয়ার সময় ত্রুটি হওয়ায় বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে।

শুক্রবার(১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার মহিপুর কলোনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেছেন।

দগ্ধরা হলো, মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম(৩০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম(৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা(৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন(৩২)।

এ প্রসঙ্গে শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রতন হোসেন জানান, গ্যাস সিলিন্ডারটি সেটিং করার সময় ত্রুটি হওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর