লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন চলছে। এই লকডাউনে মানুষ নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন। এমন চিত্র দেখে শঙ্কায় বিশেষজ্ঞরা।

তাদের মতে, দেশে করোনায় মৃত্যু হার নিয়ন্ত্রণে থাকলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। এ কারণে প্রয়োজনে লকডাউন বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

দেশে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। এরপরেও মানুষ নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন। লকডাউনে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন যান চলাচল বেড়েছে, বেড়েছে মানুষের আনাগোনা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গত বছরের লকডাউন বেশ কার্যকর ছিল। সে সময় বাংলাদেশের সংক্রমণের হার প্রায় ৭৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছিল।

এবারের লকডাউনের প্রথম দুইদিনের চিত্র দেখে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে সংক্রমণ কিছুটা কমলেও কাঙ্ক্ষিত সুফল পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে আরো কঠোরভাবে। এজন্য লকডাউন সময় আরো বাড়ানোর পরামর্শ তাদের।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর