করোনা: ভারতে কবর দেওয়ার জায়গারও সংকট দেখা দিয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। রাজ্যের প্রধান শহর আহমেদাবাদে করোনায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমন অবস্থা হয়েছে যে শহরটিতে কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না।

বাধ্য হয়ে শহরের প্রশাসন খৃস্টান ক্যাথলিক বিশপের কাছে আবেদন জানিয়েছিল, যদি তিনি অনুমতি দেন দেহ দাহ করার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে খ্রিষ্টানদের মৃতদেহ দাহ করা হলেও তার কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন ক্যাথলিক। বরং সুষ্ঠুভাবে সৎকার করাই এই মুহূর্তে অগ্রাধিকারের বিষয়।

ক্যাথলিক বিশপ জানান, এই সংকটের সময়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাদের সৎকার সুষ্ঠু ভাবে যাতে হয়, তা নিশ্চিত করা। সেখানে কী উপায়ে সৎকার করা হচ্ছে তা এই মুহূর্তে বিবেচ্য নয়।

আমদাবাদের শ্মশানগুলিতে মৃতদেহ সৎকারের লম্বা লাইন। কবর স্থানগুলো পরিপূর্ণ। এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। গুজরাতে প্রতিদিন বাড়ছে কোভিড সংক্রমণ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর