রিপোর্ট ভালো হওয়ায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তাই চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরে গেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়। এরপর তার রিপোর্ট দেখে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান তিনি আশঙ্কামুক্ত।

এর আগে রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। সাথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক ও গৃহকর্মী ফাতেমাও যান।

উল্লেখ্য, সম্প্রতি খালেদা জিয়ার বাসায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর তার নমুনা পরীক্ষা করা হয়। তখন রিপোর্টে তারও পজেটিভ আসে। তবে কোনো উপসর্গ ছিল না। বৃহস্পতিবার সকাল থেকে তার জ্বর অনুভুত হওয়ায় মেডিকেল বোর্ড সিটিস্ক্যান করার সিদ্ধান্ত নেয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর