হেফাজতের আরও ৩০ জনসহ মোট গ্রেফতার ১৩৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাবগচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

৫৫ মামলায় গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৩০জনসহ মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা এই তথ্য নিশিচত করে।

পুলিশ জানায়, গ্রেফতররা হেফাজতের কর্মী-সমর্থক। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুইটি, আখাউড়া রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা প্রায় ৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর