শ্যামনগরের প্রতিমা ভাঙচুর-হামলায় ঘটনাস্থল পরিদর্শন এমপি’র

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও মন্দিরে প্রতিমা ভাঙচুর হওয়ার

বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি মহোদয়।

হামলার স্বীকার হওয়া ব্যক্তিদের শান্তনা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থার লিডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী নিপা চক্রবর্তী রুপা এছাড়া হিন্দু সনাতন ধর্মালম্বী কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে ১৩ ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বর্বোরোচিত হামলার ঘটনার প্রত্যক্ষদর্শীরা আকুল আবেদন উপযুক্ত শাস্তির দাবি করেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চেয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর