কারিগরি বিপর্যয়ে বন্ধ আন্তঃব্যাংক চেক লেনদেন

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা লেনদেন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি বলেন, গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হওয়ায় সার্ভার ডাউন হয়ে যায়।

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে কাজ করছে ‘মাইক্রোসফট ও ভিএমওয়্যার’ প্রযুক্তি টিম। তবে কখন ঠিক হবে তা বলতে পারছি না, যেকোনো মুহূর্তে এটি ঠিক হয়ে যাবে।

এ দুটি মাধ্যমে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর