ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ লাখ ৭৩৯, মৃত্যু ১ হাজার ৩৮

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ৩৮ জন। এ পর্যন্ত ভারতে মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১২৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৫২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন।

বৃহস্পতিবার(১৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন।

দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১০ লাখ ছয় হাজার ১৭৩ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর