সুস্থতা কামনায় খালেদা জিয়াকে জাপান ও পাকিস্তানের চিঠি

প্রাণঘাতী করোভাইরাসে আক্রান্ত হওয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকর সুস্থতা কামনায় চিঠি দিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ও জাপানের হাইকমিশনার ইতো নাওকি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জাপানের হাই কমিশনার ও বুধবার চিঠি পাঠান পাকিস্তানের হাইকমিশনার।

বিষয়টি নিশ্চিত করে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার কোভিড-১৯ শনাক্তের সংবাদ পেয়ে তার শারীরিক সুস্থতা কামনা করে জাপানের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের হাইকমিশনার পত্র পাঠিয়েছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা রোববার (১১ এপ্রিল) বলেন, ‘খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছেন। এ বিষয়ে আমাদের কাছে কাগজপত্র আছে।’

পরে ওইদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর