হাতীবান্ধা হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ

লালমনিরহাটের হাতীবান্ধায় হাইওয়ে পুলিশের অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বলে জানা যায়। এ সময় মাদক ব্যাবসায়ী পালিয়ে গেলেও একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেলসহ ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল ) সন্ধ্যায় হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি মাসুম খানের নেতৃত্বে বড়খাতা দোয়ানি মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়। এ সময় একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল কে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িতে থাকা ১ টি ব্যাগ থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ইফতারের সময় যখন সব গাড়ি চলে যাচ্ছিল তখন বাজাজ প্লাটিনা ১০০ সিসি গাড়িটা আমাদের দেখে ঘুড়িয়ে যায়। আমাদের সন্দেহ হলে আমরা ওই মোটরসাইকেল ধাওয়া করি। পরে তারা রাস্তায় মোটরসাইকেল রেখে ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এসময়, আমরা মোটরসাইকেলসহ ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হই।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর