ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার ২ দিনের রিমান্ডে

দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যলয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে। বুধবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তার নামে দায়ের করা মামলায় মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আখতারকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে হাজির করে পুলিশ তার ৭ দিন রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে ২ দিনের রিমান্ডে পাঠান।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আখতারের আইনজীবী শিশির মুহাম্মদ মনির গণমাধ্যমকে জানান, আখতার হোসেনকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আখতারের রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর