ঘোড়াঘাটে লকডাউন: কঠোর অবস্থানে প্রশাসন

চলমান মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন কঠোর থেকে কঠোরতম করতে দিনাজপুরের ঘোড়াঘাটে সকাল থেকেই মাঠে নেমেছে প্রশাসন।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকালে ঘোড়াঘাট বাস¯ট্যান্ড এলাকায় মাঠে নামে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

পরে পর্যায়ক্রমে আজাদমোড় এবং পুরাতন বাজার এলাকায় মাস্ক না পরায় দুজন ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করে ইউএনও।

চলমান করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় সরকার দ্বিতীয় দফায় ৮ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ ভোর থেকে ৬টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, লকডাউনের সকল নির্দেশনা সাধারণ জনগণ সঠিক ভাবে পালন করছে কিনা! তা তদারকি করতে আমরা ৮ দিনই মাঠে থাকব। কেও যদি নির্দেশনা সঠিক ভাবে পালন না করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো ক্যাপশন ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মাস্ক না পড়ায় দুজনকে জরিমানা আদায় করছে ইউএনও রাফিউল আলম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর