কোহলিকে সরিয়ে বিশ্বসেরা বাবর আজম

আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান এখন বাবর।

১২৫৮ দিন আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। এবার তাকে ছাড়িয়ে সিংহাসন দখল করলেন বাবর আজম। আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাবর। ৮৫৭ রেটিং নিয়ে দুইয়ে আছেন কোহলি।

চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন বাবর। বাবরের আগে এই কীর্তি ছিল জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের।

এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি ওপেনার ফখর জামানের। ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছেন তিনি। ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে রস টেইলর চারে ও ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছেন অ্যারন ফিঞ্চ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর