পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু করছে সরকার

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে সাত দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। এ সময়ে সব ধরণের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ।

তবে বিদেশগামী কর্মীদের জন্য খুব শীঘ্রই পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালুর ব্যবস্থা করছে সরকার। এ দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বুধবার (১৪ এপ্রিল) লকডাউনকালীন সময়ে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়ার বিষয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জানা গেছে, এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিস্তারিত ওয়ার্ক প্লান নিশ্চিত করবে।

এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর