বালিয়াকান্দিতে লকডাউনে সাপ্তাহিক হাটে উপচে পড়া ভিড়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কঠোর লকডাউনের মধ্যেও সাপ্তাহিক হাটে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব। লকডাউন প্রতিপালনে প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

বুধবার কঠোরভাবে সারা দেশে লকডাউন পালিত হচ্ছে। তবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি, বহরপুর, নারুয়া, সোনাপুর, জঙ্গল বাজার এলাকায় সকাল থেকেই দোকান-পাট বন্ধ ছিল। তবে জামালপুর, সমাধিনগর, বেরুলী বাজারে সাপ্তাহিক হাটের কারণে মানুষের ব্যাপক উপস্থিতির কারণে ভেস্তে গেছে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি। লকডাউন মনে হয়েছে ঈদ বাজার। প্রতি সপ্তাহের চেয়ে আজকে মানুষের উপস্থিতি বেশি ছিল।

সরেজমিন জামালপুর বাজারে গিয়ে দেখাগেছে, বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দুরত্ব। গাদাগাদি করে ও গা ঘেসে ক্রয় বিক্রয় করছে। ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্য সুরক্ষায় নেই কোন স্বাস্থ্য উপকরণ। যে যার মতো করে দ্রুত বাজার করার চেষ্টা করছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে, জামালপুর বাজারে হযবরল অবস্থা বিরাজ করছে। তারা কোন নির্দেশ মানছে না। প্রশাসনের উপস্থিতি কম থাকার কারণে ব্যবসায়ীরা লকডাউনকে উপেক্ষা করছে। বিশেষ করে প্রশাসনের পক্ষে সাপ্তাহিক হাট গুলোতে মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ না থাকলে সরকারের পদক্ষেপ ভেস্তে যাবে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সোনাপুর বাজারে অবস্থান করছি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আমি সমাধিনগর বাজারে স্বাস্থ্য বিধি ও লকডাউন নিশ্চিতে মাঠে কাজ করছি।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর