আশুগঞ্জে সরকার ঘোষিত লকডাউন চলছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকার ঘোষিত দ্বিতীয়বারের মত লকডাউন চলছে। লকডাউনকে ঘিরে দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরে চলছে ছোট আকারের যান চলাচল।

ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় যানচলাচল নিয়ন্ত্রন করতে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। দূরপাল্লা কোন প্রকার যানবাহন ও প্রয়োজন ব্যতীত জনসাধারণ চলাচল করলেই পুলিশ দিচ্ছে বাঁধা।

এছাড়াও আশুগঞ্জ শহরের দোকান-পাট, শপিংমলসহ সরকারি নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকলেও শহরে বসেছে সাপ্তাহিক বুধবারের হাট। শহরের বিভিন্ন অলিগলিতে বসেছে হাস-মুরগির, কবুতর, কাচাঁ বাজার, মসলাসহ বিভিন্ন রকমের ছোট-খাটো ব্যবসা প্রতিষ্ঠান।

এ সব হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ চোখে পড়েনি।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর