আজ থেকে মসজিদে নামাজ আদায়ে মানতে হবে যেসব বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন আজ থেকে শুরু হয়েছে। লকডাউন কার্যকরে বেশ কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। যেগুলো মানতে হবে।

আজ থেকে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির নামাজের ক্ষেত্রে এ নিয়ম মানতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম চলতে থাকবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর