কঠোর অবস্থানে পুলিশ, মুভমেন্ট পাস ছাড়া যেতে দিচ্ছে না কাউকে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে আজ থেকে। লকডাউন কার্যকরে রাজধানীজুড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করা যায়। তারা রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে থামিয়ে যাত্রীদের গন্তব্যস্থল জিজ্ঞেস করছে। যথাযথ কারণ বলতে না পারলে তাদের যেতে দেওয়া হচ্ছে না।

চেকপোস্টগুলো যে কেউ অতিক্রম করে যেতে পারছেন না। মুভমেন্ট পাস ছাড়া কাউকে চেকপোস্ট অতিক্রম করতে দেয়া হচ্ছে না।

রাজধানীতে আজ সড়কে খুব কম মানুষের চলাচল লক্ষ্য করা গেছে। এছাড়াও গণপরিবহন দেখা যায়নি। তবে কিছু ব্যক্তিগত যানবাহন চোখে পড়েছে। তবে তাদেরকেও মুভমেন্ট পাস ছাড়া যেতে দেওয়া হচ্ছে না।

লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। বের হওয়ার যথাযথ কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠাচ্ছে পুলিশ। কোথাও কোথাও মামলা ও জরিমানাও করা হচ্ছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর