পাবনায় মোড়ে মোড়ে চেকপোস্ট স্থাপন

মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন আজ বুধবার সকাল থেকে সারা দেশের ন্যায় পাবনায় শান্তিপূর্ণ ভাবেই লকডাউন চলছে।

রাস্তাঘাটে ছোট বড় কোন প্রকার যানবাহন চলাচল করছে না। শহরের দোকানপাট, শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রয়েছে। শুধুমাত্র সবজি, ঔষুধ ও খাবারের দোকান খোলা রয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভ্রাম্যমান টীম লকডাউনের পরিস্থিতি মনিটরিং করছেন। রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্টে স্থাপন ও শহরের গুরুত্বপুর্ণ স্থানে বাঁশের বেরি কেট দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বের হচ্ছে না।বের হলেই জরিমান ও মামলা পুলিশ প্রশাসন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর