ম্যাচ হেরেও বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরেছে তারা।

হারলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। প্রথম লেগে তারা বায়ার্নের মাঠে ৩-২ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ৩-৩ ব্যবধান হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় সেমি নিশ্চিত করেছে পিএসজি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে বেশ আক্রমণাত্মক ছিল পিএসজি। একের পর আক্রমণ করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৪০ মিনিটে গোল খেয়ে বসে পিএসজি।

এরিক ম্যাক্সিম চুপো মোটিং বায়ার্নের একমাত্র জয়সূচক গোলটি করেন। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে নেইমার-এমবাপ্পেরা। নেইমারের দুটি শট গোল বারে লেগে ফিরে আসে। তবে পুরো ম্যাচেই দারুণ খেলেছেন নেইমার। যার ফলে ম্যাচসেরা হয়েছেন তিনি।

সেমিফাইনালে পিএসজি পাবে বরুশিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার কোয়ার্টার ফাইনালে জয়ী দল। প্রথম লেগে বরুশিয়াকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। আজ নিজেদের মাঠে বুরুশিয়ার বিপক্ষে লড়বে তারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর