নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাক প্রধানমন্ত্রীর ফোন!

ক্রাইস্টচার্চের হামলার ঘটনা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে ফোন করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শান্তিপূর্ণভাবে এমন ভয়াবহ পরিস্থিতি মানবিকতার সঙ্গে মোকাবেলা করায় প্রশংসা করেছেন।

এ সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

ফোনকলে ইমরান সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়ার প্রশংসা করেন। আর্ডার্ন মুসলিমদের পাশে সম্মানের সঙ্গে পাশে দাঁড়ানোয় পাক প্রধানমন্ত্রী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, আর্ডার্ন ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ ও বৈশ্বিক চরমপন্থার মুখে অন্য নেতাদের পথ দেখিয়েছেন।

বিবৃতিতে পাকিস্তানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

এতে পাক প্রধানমন্ত্রী সন্ত্রাসী হামলায় নিহত ৫০ জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফোনে আর্ডার্ন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেন, এমন হামলার ঘটনায় পুরো নিউজিল্যান্ড শোকাহত, এ ঘটনার পরেই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। এখন নিউজিল্যান্ডে সব ধরনের সামরিক কাজে ব্যবহৃত এমন সেমি অটোমেটি, অটোমেটিক এবং অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় আর্ডার্ন পাকিস্তানে নাগরিক নাইম রশিদের সাহসিকতার কথা তুলে ধরেন এবং তার মৃত্যুর বিষয়টিতে দুঃখ প্রকাশ করেন।

আর্ডার্ন এ সময় পুরো নিউজিল্যান্ডে মুসলিমদের স্বাধীন ও নিরাপদে চলাচলের নিশ্চয়তা দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর