বাংলা নববর্ষ উপলক্ষে ডুডল প্রকাশ করেছে গুগল

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে ডুডল প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সাইট গুগল। প্রতিবারের মত এবারও তারা বাংলাদেশিদের উৎসবের সাথে সম্পৃক্ত হতে এটি করেছে।

নববর্ষ শুরুর আগের রাতে গুগলের প্রথম পেজে প্রকাশিত ডুডলে দেখা যায়, বাঙালিদের মঙ্গলশোভা যাত্রাতে ব্যবহৃত মুখোশ। এছাড়া রং তুলির আচড়ে নতুন বছর বরণের জন্য আয়োজনের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে।

বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপুর্ণ দিনেই গুগল থেকে ডুডল প্রকাশ করা হয়। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতেও তারা সুন্দর একটি ডুডল বানিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয়েছিল।

তাছাড়া বিভিন্ন ব্যক্তিবর্গের জন্ম ও মৃত্যু উপলক্ষ্যেও গুগলের পক্ষ থেকে ডুডল প্রকাশ করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর