ছাত্র অধিকার পরিষদের আখতার হোসেন গ্রেফতার

ডাকসুর সাবেক সমাজসেব বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে ক্যাম্পাস থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

ডাকসুর সাবেক এই নেতার নামে রাজধানীর শাহবাগ ও মতিঝিল থানায় দু’টি মামলা রয়েছে। শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তিনি প্রধান আসামি।

এর আগে আখতার হোসেনকে তুলে নেওয়া হয় বলে দাবি করেছিল তার সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন।

তিনি বলেছিলেন, কাম্পাসের আইন বিভাগের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। তখন যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বলেন, তাকে আটকের বিষয়টি আমাদের জানা নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর