বরখাস্ত হলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ করেছেন। একইসাথে তার বিরুদ্ধে উপজেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অনাস্থা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এর খ ধারার (১) উপধারা অনুযায়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ-কে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একইসাথে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১-কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সাথে ফোনে যোগাযোগ করারা চেষ্টা করেও পাওয়া যায়নি। ভাইস চেয়ারম্যান আরব আলীরও সারা পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর