উলিপুরে লকডাউনে হোটেল-রেস্তোরাঁয় চেয়ার টেবিল থাকবে না

কুড়িগ্রামের উলিপুরে সর্বাত্মক লকডাউন পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন কঠোর ভাবে পালনের জন্য উপজেলার হোটেল-রেস্তোরাঁয় কোন চেয়ার-টেবিল থাকবে না।

নিয়ম মেনে হোটেল গুলোতে ক্রেতারা শুধু খাবার ক্রয় করতে পারবেন। হাট-বাজার গুলো স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত জায়গায় স্থানান্তর করা হবে। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া কোন প্রকার যানবাহন চলবে না।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা পঃ পঃ কর্মকর্তা সুভাষ চন্দ্র রায়, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরদার, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, প্রেসক্লাবের আহবায়ক লক্ষন সেনগুপ্ত, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, হোটেল-রোস্তরার মালিক আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন মসজিদের ইমাম, হাট বাজারের ইজারাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় কঠোর ভাবে লকডাউন পালনে সরকারের পরিপত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিমুল দেব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর