পুলিশের আইজিপিকে আইনি নোটিশ

আলেম-ওলামাদের নিয়ে ‘মানহানিকর মন্তব্য’ করা হয়েছে দাবি করে তা প্রত্যাহার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ওই মন্তব্য প্রত্যাহারের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে সাংবাদিক আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম গোলাম মোস্তফা তাজ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ‘গত ১ এপ্রিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, আপনি (নোটিশগ্রহীতা বেনজীর আহমেদ) মন্তব্য করেছেন, ‘‘হুজুররা রিকশায় যেতে পারতেন না এখন বড় হুজুরদের গাড়ি আছে’’। সাধারণত হুজুর বলতে আমরা আলেম-ওলামাগণকেই বুঝে থাকি। বিছিন্ন কিছু দুনিয়াদার ধর্ম ব্যবসায়ীদের জন্য সামগ্রিকভাবে সকল আলেম-ওলামাদের প্রতি মানহানিকর মন্তব্য রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীলের কাছ থেকে কোনোভাবেই কাম্য হতে পারে না।’

নোটিশে বলা হয়, ‘এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে দল-মত নির্বিশেষ দেশের সকল মানুষের অর্থনৈতিক যে স্বপ্ন দেখেছিলেন, সে সপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। অথচ আপনার উক্ত মন্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধর স্বপ্ন বাস্তবায়নের পথে কাঁটা/অন্তরায় সৃষ্টি করছেন বলে আমার মক্কেল মনে করেন।’

এতে আরও বলা হয়েছে, ‘আমার মক্কেল আরও মনে করেন, আপনার (বেনজীর আহমেদ) উক্ত মন্তব্যে আলেম-ওলামাদের মানহানি হয়েছে, যা তার ও সকল মুসলমানগণের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। সংবিধান সমুন্নত রাখার শপথ গ্রহণকারী একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে আপনার কাছে এমন মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়।’

তাই এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে আলেম-ওলামাদের নিয়ে করা উক্ত মন্তব্য প্রত্যাহার করতে আশাবাদ করা হয়েছে। অন্যথায় আইজিপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর