তাহিরপুরে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে মিলছে ন্যায্যমূল্যে নিত্যপণ্য

দেশব্যপী করোনা পরিস্থিতিতে জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সুনামগঞ্জের তাহিরপুরে ভ্রাম্যমান দুধ-ডিম-মাংসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মো. সোহাগ মিয়া, উপজেলা যুবলীগ সদস্য মোনায়েম হোসেন রাজু প্রমূখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে উপজেলার জনসাধারণ ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস সংগ্রহ করতে পারবেন। লকডাউন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এইচ এম আবির/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর