কলাপাড়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : ‘কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি দেশকে এনে দেবে সমৃদ্ধি’ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিন ব্যাপী “ব্লুগোল্ড কৃষি প্রযুক্তি মেলা-২০১৯” শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এমপি)। উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সাইনুর আজন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামসহ আরো আনেকে । এসময় বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষানিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কৃষি কাজকে সহজতর করার ক্ষেত্রে সরকারের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে ১৪ দল কৃষক প্রধানদের মাঝে ২০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এর আগে সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব মেলায় অংশগ্রহন করা সকল স্টল পরিদর্শণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর