বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে ৩ কৃষকের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দক্ষিণ ভবানীপুর এলাকায় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালতে তিন জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করে পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় তিনি শনিবার বিকালেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, শুনীল বেপারীকে ৭ দিন ও শুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির জানান, বন্য প্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইনে ১২ এর ৩৮ নম্বর ধারায় এ দন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, দন্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর