কুবির শিক্ষা ও মান উন্নয়নের লক্ষে চীনা বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি): শিক্ষা ও মান উন্নয়নের লক্ষে চীনের সাউদ ইস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সাথে সর্বাত্নক সহযোগিতার উদ্দেশ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি হয়।

চীনের সাউদ ইস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক ডিরেক্টর প্রফেসর দাই লেই এবং ডেপুটি সেক্রেটারী জেনারেল দিয়াও ওয়েডং (কেভিন) দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে ছাত্র-শিক্ষকদের গবেষণা বিনিময় করার সিদ্ধান্তে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। সোমবার দুপুরে ভিসি কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় অতিথিবৃন্দ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মান উন্নয়নের লক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে ছাত্র-শিক্ষকদের গবেষণা বিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ ক এম রায়হান উদ্দিন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর