চার্টার্ড ফ্লাইটে লঙ্কা সফরে বাংলাদেশ দল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মুমিনুল হকের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

সোমবার (১২ এপ্রিল) ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ। বেলা সাড়ে ১২টায় দেশ ছাড়ার কথা থাকলেও ১০ মিনিট দেরিতে দেশ ছাড়ে টাইগাররা।

শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে খোটা দল। এরপর অনুশীলন করার সুযোগ পাবে তারা। নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে ১৭-১৮ এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আইপিএলে খেলার জন্য এই সিরিজে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন এই দুইজন।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুইদল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর