নিখোঁজ তিন বোনের মধ্যে অজ্ঞান অবস্থায় এক বোন উদ্ধার

১৪ জুন ‘বার্তাবাজার’ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে নিখোঁজ তিন বোনের সন্ধানের জন্য খবর ছাপিয়ে ছিলো। চার দিন পেরুলেও কাউকে খুঁজে পায়নি পরিবার।আদরের যমজ তিন কন্যা হারিয়ে পরিবারের লোকজন পাগল প্রায়। অবশেষে সোমবার (১৭ জুন) নিখোঁজ তিন বোনের মধ্যে শম্পা নামে একজনকে অজ্ঞান অবস্থায় জামালপুরে পেয়ে পরিবারের লোকজন নিয়ে বিকেলে বাড়ি পৌঁছাছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পা, রাজিয়া ও সুলতানা নামে ১৫ বছর বয়সী যমজ তিন বোন গত ১৪ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। সকালে পরিবারের লোকজন নিখোঁজের খবর টের পান। নিখোঁজ তিনবোন ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা ধান ব্যবসায়ী আব্দুর রহমানের কন্যা।

শুক্রবার রাতে নিখোঁজের পর দিন শনিবার সারাদিন সম্ভাব্য সকল স্থানে সন্ধান করে ব্যর্থ হয়ে পুলিশের শরণাপন্ন হয়। শনিবার রাতে নিখোঁজ তিনবোনের চাচা আব্দুস সালাম ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি নং ৫৪৯) করেছেন।

তবে এখন পর্যন্ত কে বা কারা তাদের অপহরণ করেছে এ বিষয়ে কোন কিছু জানা যায়নি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর