আগামী দু’দিনের জন্য ব্যাংকের নতুন সময়সূচী

করোনা প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে রোববার (১১ এপ্রিল)। এরই মধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে থাকা দু’দিনও বাড়ানো হয়েছে চলমান নিষেধাজ্ঞা।

আগামী সোম ও মঙ্গলবার দেশের সকল ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। সরকারের নিষেধাজ্ঞায় এই সময় ছিল কাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

জারিকৃত সার্কুলারে বলা হয়, ১২ এপ্রিল-সোমবার এবং ১৩ এপ্রিল-মঙ্গলবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। লেনদেন পরবর্তীতে আনুষঙ্গিক কাজের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

প্রসঙ্গত, সাধারণ সময়ে প্রচলিত রীতিমত ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। সরকারের বিধিনিষেধ আরোপের পর গত ৫ এপ্রিল থেকে ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর