করোনা মোকাবেলায় প্রস্তুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স

সারাদেশে করোনা প্রেক্ষাপটে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

রোববার স্থানীয় সাংবাদিকদের এক সাক্ষাতে এ কথা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মামুনুর রহমান।

কোভিড ১৯ এর বিষয় নিয়ে হাসপাতালে গিয়ে জানা গেছে, অত্র এলাকায় কয়েকজন কোভিড এ আক্রান্ত হওয়ার পর জরুরী ভিত্তিতে হাসপাতালকে করোনা যুদ্ধ মোকাবেলার লক্ষে উদ্দ্যেগ গ্রহণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে শুধুমাত্র কোভিড রোগীদের জন্য ৫০ শয্যা হাসপাতালের মধ্যে আলাদা ভাবে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় করোনা আক্রান্ত রোগীদের স্থানান্তরিত করা, টীকা দান, নমুনা শনাক্ত করণসহ যাবতীয় কাজের জন্য অভিজ্ঞ ডাক্তার দিয়ে টিম গঠন করা হয়। সরকারের নির্দেশনা মোতাবেক শতভাগ কাজ করতে প্রস্তুত রয়েছেন ওই দল।

এছাড়া টিকাদানসহ অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। এ কাজ সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ডাঃ মো. মামুনুর রহমান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর