মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনে প্রার্থী হলেন ৩ মাধ্যমিক শিক্ষক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সদ্য স্হগিত হওয়া ইউপি নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩ মাধ্যমিক শিক্ষক।

তারা হলেন- সাপলেজা মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক গোলাম রব্বানী, গুলিশাখালী জি,কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল আলম, সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।

মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি নেওয়া আবশ্যক প্রসঙ্গে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী নূর হোসাইন মোল্লা গত ৮ এপ্রিল মন্ত্রনালয়ে একটি আবেদন করেন।এ আবেদনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর লিখিত ওই আবেদনে ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্ডিনান্সের ৩০ (১) ধারাটি তুলে ধরেন তিনি।ধারটিতে স্পষ্ট উল্লেখ আছে, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।কিন্তু ২০১১ সালে নির্বাচন কমিশন ওই পরিপত্রটি বাতিল করায় শিক্ষক কর্মচারীরা নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পাওয়ায় শিক্ষার মানোন্নয়ন অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া কোন শিক্ষক পাঠদানে অনুপস্থিত থেকে বেতন ভাতা ভোগ করতে পারেন না।একদিকে নির্বাচনী প্রচার অন্যদিকে মাস শেষে শিক্ষক হিসেবে বেতন ভাতা উত্তোলন কোন শিক্ষানীতি হতে পারে না।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনুমতিপত্র নেওয়ার বিধান চালুর বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে নির্বাচিত হলে বিদ্যালয়ের বেতন ভাতা ভোগ করতে পারবে না।অথবা বিদ্যালয়ের বেতন ভাতা ভোগ করলে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সন্মানী ভাতা ভোগ করতে পারবে না।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর