সাকিব-মুস্তাফিজের তো ১০-১২টা হাত না: মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল (১২ এপ্রিল) দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য শ্রীলঙ্কা সফরে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

তারা না থাকায় দলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মুমিনুল।

তিনি বলেন, সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল ভালো হবে না এমনটা নয়। দেখেন আরও খেলোয়াড় আছে। উনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না কোনো প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আমরা দলগত পারফর্ম করতে পারছি না বলেই কোনো ইতিবাচক ফলাফল হচ্ছে না। এর বেশি কিছু না।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর