উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেই মোস্তাফিজের ফিফটি

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে জয় পেয়েছে, হারের মুখ দেখেছে দুটি এবং একটি করে পরিত্যক্ত হয়েছে। উভয় দলেরই দখলে ৩ পয়েন্ট। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলেরই। মরা-বাঁচার ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেই ফিফটি তুলে নিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।অর্থাৎ আজ মোস্তাফিজ খেলছেন তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ।

বিশ্ব মঞ্চের আসরে সময়টা ভালো কাটছে না ফিজের। আজ ক্যারিবীয়ানদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেটের দেখা পাননি।খরচ করেছেন ১৫ রান।

এর আগে ৪৯ ম্যাচে ৪৮ ইনিংস খেলে ৮৭ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।বাংলার ক্রিকেটপ্রেমীদের আশা আজ বল হাতে দারুণ কিছু করে নিজের ৫০তম ওয়ানডে ওডিআইকে রঙিন করবেন ২৩ বছরের এই তরুণ তুর্কি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর