মিরকাদিমে বিস্ফোরণ, দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তার স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কানুন বেগমের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিওতে রেখে তার চিকিৎসা চলছিল।

এর আগে গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণ হয়। এতে পৌর মেয়র আব্দুস সালামের স্ত্রী, পৌরসভার প্যানেল মেয়রসহ ১৩ জন দগ্ধ হন। ঘটনার পরই ১২ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছিলো।

এ বিস্ফোরণ প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তোলেন আহতদের স্বজনরা। তবে পুলিশ জানায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর