সাকিবকে প্রথম ম্যাচেই খেলাতে চায় কলকাতা

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে রোববার (১১ এপ্রিল) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার প্রথম ম্যাচেই দেখা যাবে সাকিবকে।

কলকাতার ট্রেনিং সেশন থেকে এমনটিই আভাস মিলেছে। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেটে প্রায় ১ ঘণ্টা বেশি অনুশীলন করেছেন সাকিব। অন্যদিকে পাশের নেটে বড় বড় ছক্কার অনুশীলনে ব্যস্ত ছিলেন আন্দ্রে রাসেল।

পেস বোলিং অলরাউন্ডারের সাথে একাদশে স্পিনিং অলরাউন্ডার সাকিবকে খেলাতে চায় কলকাতা। এছাড়াও চেন্নাইয়ের উইকেট স্পিন নির্ভর। এক্ষেত্রে নজর থাকবে হরভজন সিংয়ের দিকেও।

সেক্ষেত্রে দলের স্পিন অ্যাটাক সামলাবেন সাকিব, হরভজন ও ভরুন চক্রবর্তী। যেহেতু কলকাতার শুরুর ম্যাচগুলো স্পিন নির্ভর উইকেটে খেলা সেহেতু একাদশে সাকিবের খেলার সম্ভাবনা অনেক বেশি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর