বিদ্যানন্দ চেয়ারম্যান কিশোরসহ ৬ স্বেচ্ছাসেবী করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত হয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাসসহ সংগঠনটির ৬ জন স্বেচ্ছাসেবী। তাদের সকলকে চট্টগ্রামে বিদ্যানন্দের তৈরি ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) তার এক ফেসবুক পোস্টে এ তথ্য জনানো হয়।

বর্তমান মাসের প্রথম থেকেই করোনার লক্ষণ ছিলো কিশোর কুমার দাসের। এদিকে গত ৪ এপ্রিল তার ঢাকায় করোনা টিকা নেয়ার কথা থাকলেও, জ্বর বৃদ্ধি পাওয়ায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়নি। চট্টগ্রামেই করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

বিদ্যানন্দের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘নিজেদের হাসপাতালে নিজেরাই প্রথম রোগী। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই লিখে রেখেছিলেন। প্রধান স্বেচ্ছাসেবক দেশে আসলে যেন অন্য রকম একটা প্রাণ খুঁজে পায় স্বেচ্ছাসেবকরা। গত কয়েক মাস স্বেচ্ছাসেবী টিম নিয়ে দেশের নানা প্রান্তে মানুষের মুখে হাসি ফুটিয়ে গেছে বিদ্যানন্দের প্রধান স্বেচ্ছাসেবক।’

‘কিছু বুঝে উঠার আগে করোনার সংক্রমণ থমকে দিয়েছে পুরো টিমকে। প্রধান স্বেচ্ছাসেবক সহ ৬ জন করোনা পজেটিভ নিয়ে এখন চিকিৎসা নিচ্ছেন সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে। দোয়া করবেন যেন সুস্থ হয়ে আবারও সবাই কাজে ফিরতে পারে।
ক্রমবর্ধমান করোনা রোগীর চাপ সামাল দিতে ফিল্ড হাসপাতাল তৈরীর কাজ করে যাচ্ছি আমরা। আশা করি সাথে থেকে এবারও যুক্ত হবে জনগণের হাসপাতাল তৈরীর মিশনে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর